UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইতে গাইতে চলে গেলেন প্রখ্যাত বলিউড সঙ্গীতশিল্পী কেকে!

pial
জুন ১, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ আর নেই। বলিউডে তিনি কেকে নামেই পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। মঙ্গলবার (৩১ মে) কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল তার। মঞ্চে গান গাওয়ার পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় শহরের প্রথম সারির এক বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানেই মৃত ঘোষণা করা হয় তাকে।

হৃদরোগে আক্রান্ত হয়েই কেকে মারা গেছেন বলে ধারণা চিকিৎসকদের। আকস্মিক মৃত্যুর কারণ জানতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কেকে’র এমন অকাল মৃত্যুতে শোকে কাতর ভারতের বিনোদন জগত। এভাবে গানের অনুষ্ঠানে অসংখ্য শ্রোতাদের আনন্দ দিয়ে তিনি নিজেই যে না ফেরার দেশে চলে যাবেন, তা মানতে পারছেন না কেউ।

বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালামসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন তিনি। কেকের কথা উঠলেই অনুরাগীদের মনে ভেসে ওঠে ‘দিল ইবাদত’, ‘তারাপ তারাপ’, ‘আঁখো মে তেরি’, ‘জারা সা’, ‘খুদা জানে’, ‘তু যো মিলা’, ‘কেয়া মুঝে পেয়ার হে’, ‘তুহি মেরি সাব হে’, ‘বিতে লামহে’ সহ আরো অনেক গান। তাকে ভারতের অন্যতম বৈচিত্র্যপূর্ণ সংগীতশিল্পী হিসেবে গণ্য করা হয়। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ৭ টি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন ও ২ টি স্ক্রিন পুরস্কার অর্জন করেছিলেন।

সূত্র- আনন্দবাজার, দ্য টাইমস অব ইন্ডিয়া।

(ঊষার আলো-এসএইস)