UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গানে গানেই নিজের পৃথিবী গড়তে চান চামেলী

ঊষার আলো
সেপ্টেম্বর ১২, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চামেলী। এই প্রজন্মের একজন সংগীতশিল্পী। গানের মধ্যেই সারাক্ষণ ডুবে থাকতে পছন্দ করেন তিনি। বাংলাদেশে তার সবচেয়ে প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন। তবে গানে পারফরম্যান্সের ক্ষেত্রে তিনি ফলো করেন সুনিধি চৌহানকে। যে কারণে নিজেকে সুনিধি ঘরানার একজন সংগীতশিল্পী হিসেবে গড়ে তোলারই স্বপ্ন তার।

নেত্রকোনার মেয়ে চামেলীর গান নিয়েই স্বপ্ন। যে কারণে নিজেকে ছোটবেলা থেকেই গানের ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। গানে তার হাতেখড়ি ভারতের কেশব ঘোষের হাত ধরে। তিনি ভারত থেকে নরসিংদী আসতেন। এর পর ঢাকায় এসে চামেলী বাফায় গান শিখেছেন। এ ছাড়া আরও কয়েকজন ওস্তাদের কাছে গানে তালিম নিয়েছেন তিনি।

এরই মধ্যে চামেলীর প্রথম মৌলিক গান জয় মুহাম্মদের কথা ও সুরে ‘মন কান্দে’ প্রকাশিত হয়েছে। আরও নতুন নতুন গানের কাজ চলছে। সে গানগুলো শিগগিরই প্রকাশ পাবে বলেও জানিয়েছেন তিনি।

চামেলী বলেন, কোনো কিছু নিয়েই অনেক বড় স্বপ্ন নেই আমার। কিন্তু নিজেকে গানের ভুবনে একজন সত্যিকারের সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলতে চাই। জানি অনেক কষ্ট হবে, শ্রম দিতে হবে। কিন্তু গানের জন্য তা আমি করতে মানসিকভাবে প্রস্তুত। সবার সহযোগিতায় গানে নিজেকে অনেকদূর নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস একদিন আমি নিজেকে সত্যিকারের সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলতে পারব।

চামেলী জানান, স্টেজ শোর মৌসুমে তিনি নিয়মিত শো নিয়ে ব্যস্ত থাকেন। গেল ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে তিনি ঢাকার রেডিসন হোটেলে একটি শোতে সংগীত পরিবেশন করেন।

ঊষার আলো-এসএ