UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গীতিকবি আশেক মাহমুদ মারা গেছেন

ঊষার আলো
জানুয়ারি ২১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না’-এর গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আর নেই। শনিবার (২১ জানুয়ারি) ভোরে তিনি মারা গেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন আরেক নন্দিত গীতিকবি কবির বকুল।

তিনি বলেন, ‘প্রণব ঘোষের সুরে প্রিয় শিল্পী তপন চৌধুরীর গাওয়া ‘আমি সবকিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না’ গানের গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আজ ভোরবেলা আমাদের ছেড়ে চলে গেছেন।’কবির বকুল আরও জানান, আজ বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত সৈয়দ আশেক মাহমুদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

গীতিকবি সৈয়দ আশেক মাহমুদের লেখা আরও কিছু গান হলো- রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’। গানগুলোর সুরকার প্রণব ঘোষ। এছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক গুণী ও জনপ্রিয় শিল্পীর জন্য গান লিখেছেন তিনি।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’। এছাড়া গীতিকবিদের অনেকেও শোক জানিয়েছেন।

ঊষার আলো-এসএ