UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দর্শক মনে সাড়া ফেলেছে ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেলার

ঊষার আলো
জুন ৫, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভিডিও প্ল্যাটফর্ম চরকির প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেলার প্রকাশ করা হয়েছে। সিরিজটি আগামী ঈদুল আজহাকে সামনে রেখে চরকির উদ্বোধনী দিনে মুক্তি হতে পারে।

থ্রিলার টাইপের এ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, শিমুল খান, জোভান, চুমকী ও আবদুল্লাহ রানা প্রমুখ।

ট্রেলার প্রকাশের পর পরই ব্যাপক সাড়া ফেলেছে ‘মরীচিকা’। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, দর্শকরা ট্রেলারে পুরো সিরিজের একটা মাত্র ঝলক দেখতে পেয়েছেন। পুরো সিরিজে তাদের জন্য অনেক থ্রিল, ড্রামা ও সাসপেন্স অপেক্ষা করছে।

চরকির অরিজিনাল এ ওয়েব সিরিজের শুটিং শুরু করা হয় গত বছরের শেষের দিকে। গত বুধবার চরকির ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশিত হয়।

(ঊষার আলো-এফএসপি)