UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘দাগি’ শুধু একটি সিনেমাই নয়, একটি অভিজ্ঞতা: মেহজাবীন

বিনোদন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

এবারের ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে  বিনোদন জগতের ছোট ও বড়— দুই পর্দারই জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘দাগি’। এ সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। থ্রিলার ও রোমান্টিক ধাঁচের মিশেলের এ সিনেমাটিতে উঠে এসেছে প্রেম, ব্যর্থতা ও ভুলের মাসুল গোনার গল্প।

দীর্ঘ দিনের সুপরিচিত ও স্বনামধন্য পরিচালক শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি নিয়ে এখনো দর্শক উন্মাদনাও মন্দ নয় বলে জানিয়েছেন। সামাজিক মাধ্যমের নেটিজেনদের মাঝে এ সিনেমা নিয়ে বেশ আলোচনা দেখা গেছে। তারা অধিকাংশই বলছেন— আফরান নিশো ও শিহাব শাহীনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ এই ‘দাগি’।

তবে শুধু দর্শকরাই নন, ‘দাগি’তে মজেছেন এ দেশের অভিনয়শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকসহ বিনোদন জগতের অনেকেই। এদের একজন হলেন— ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যদিও এখন আর  তাকে ছোটপর্দার অভিনেত্রী বলা ঠিক হবে না। ইতোমধ্যে তিনি বড়পর্দায় অভিনয় করেছেন।

সম্প্রতি ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন অভিনেত্রী। আর সিনেমাটি দেখে সামাজিক মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা শেয়ার করে নিলেন মেহজাবীন। সেই সঙ্গে আপ্লুত হয়ে সিনেমার মূল কলাকুশলীদের প্রশংসাও করেন তিনি— পুরো টিমকে অনেক অভিনন্দন! আপনারা সত্যিই বিশেষ কিছু তৈরি করেছেন।

অভিনেত্রী বলেন, দাগি শুধু একটি সিনেমা নয়; এটি একটি অভিজ্ঞতা। এটি এমন এক ধরনের সিনেমা, যা আপনাকে গল্প বলার গুরুত্বকে মনে করিয়ে দেবে। যাতে রয়েছে— শক্তিশালী প্লট, নানা চরিত্র ও দুর্দান্ত অভিনয়। আর যদি আবেগে জড়িয়ে আপনার হৃদয়কে নাড়া দিতে চান, তাহলে হলে যান এবং দাগি দেখুন।

সিনেমার মূলে নিশানের চরিত্রে অভিনয় করা আফরান নিশো প্রসঙ্গে মেহজাবীন লিখেছেন— আফরান নিশো, কী অসাধারণ অভিনেতা। তিনি শুধু অভিনয়ই করেন না, নিজেই চরিত্র হয়ে ওঠেন। তিনি নিশানের চরিত্রে এতটাই আবেগ এনেছেন যে, আপনি তার অসহায়ত্বের প্রতিটি অংশ অনুভব না করে থাকতে পারবেন না। নিশো ভাইয়া সবসময়ই দুর্দান্ত বটে, কিন্তু এই অভিনয় ছিল অন্য লেভেলের। এমন পরিবর্তনে আমি গর্বিত না হয়ে পারছি না।

‘দাগি’ সিনেমার কেন্দ্রীয় নায়িকার চরিত্রে অভিনয় করা তমা মির্জা প্রসঙ্গে মেহজাবীন লিখেছেন— তার অভিনয়ে একটি নীরব শক্তি রয়েছে, যা আকর্ষণ করে। তমা সবসময় শান্ত ও ধারাবাহিকতার সঙ্গে থাকে। তার উপস্থিতি সেখানকার প্রতিটি দৃশ্যকে ভারি করে তুলেছে, সূক্ষ্মভাবে দর্শকদের মনোযোগ ধরে রেখেছে।

আর অভিনেত্রী সুনেরাহ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন— সিনেমায় তাজা বাতাসের শ্বাস, অনায়াসে মনোমুগ্ধকর। আমি সত্যিই তার চরিত্রটির জন্য নিজেকে আগ্রহী করে তুলেছি।

অন্যদিকে পরিচালক শিহাব শাহীন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একজন দক্ষ গল্পকার। ‘দাগি’র গল্প, গতি ও আবেগের পার্টগুলোর ওপর তার কাজ ব্যাপক প্রতিভার প্রমাণ দেয়।

ঊষার আলো-এসএ