UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দাদাগিরি’ সঞ্চালনায় সৌরভের বদলে এবার অঙ্কুশ

usharalodesk
অক্টোবর ১৩, ২০২১ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : প্রথম সঞ্চালনাতেই অঙ্কুশ মাতালেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ নাচের অনুষ্ঠান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এবার ‘দাদাগিরি’র সঞ্চালক অঙ্কুশ। জি ফাইভ থেকে পোস্ট হওয়া একটি ছোট্ট ভিডিও সেটিই দেখিয়েছে। অঙ্কুশকে সেখানে ‘দাদা’র সংলাপ বলতে শোনা গেছে। অঙ্কুশকে সঞ্চালনা করতে দেখে চমকে গেছেন অংশগ্রহকারী পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীর।

তখন হাসিমুখে এসে দাঁড়িয়েছেন সঞ্চালক সৌরভ। তিনি বলেন, অঙ্কুশ আমার ছোট ভাইয়ের মতোন। আজকে সে ‘দাদাগিরি’কে নতুন মাত্রায় পৌঁছে দেবে।’এরপর মহারাজের বিনীত প্রশ্ন ‘এফআইআর’ ছবির ‘অভ্রজিৎ’কে, ‘আমি সঞ্চালকের জায়গায় দাঁড়াব? না, প্রতিযোগীদের পোডিয়ামে যাব?’

তখনই খুলে যায় রহস্যর জট। অঙ্কুশ জোড়হাতে ‘দাদা’কে বললেন ‘দাদা তুমি অলরাউন্ডার ও সেরা সঞ্চালক। কোনো দিন যদি ‘ভাইগিরি’ বলে কোনও অনুষ্ঠান হয়, সেখানে আমি চেষ্টা করব। আর ‘দাদাগিরি’তো তোমার।’ সৌরভ-অঙ্কুশের কথোপকথন, রসিকতায় জমে ওঠে প্রশ্নোত্তরের অনুষ্ঠান। ২ তারকার কথা শুনে চওড়া হাসি প্রতিযোগী ও উপস্থিত সবার মুখে।