UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে আলুবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঊষার আলো
নভেম্বর ১২, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দিনাজপুরে আলু বোঝাই ট্রাকের ধাক্কায় সোলাইমান হোসেন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আনিছ (৪৫) নামে ভ্যানে থাকা এক যাত্রী।

শনিবার (১২ নভেম্বর) সকাল ছয়টার দিকে শহরের কাঞ্চন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সোলাইমান বিরল উপজেলার মাধববাটি এলাকার মৃত মানিকের ছেলে।এ ঘটনায় আহত আনিছ দিনাজপুর শহরের উচার মোড় এলাকার মৃত মানিক চাঁনের ছেলে। তিনি একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, মাছ কেনার জন্য সোলাইমান হোসেনের ভ্যানে করে শহরের দিকে আসছিলেন আনিছ। পথিমধ্যে কাঞ্চন ব্রিজ এলাকায় পৌঁছালে কাহারোলগামী আলু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোলাইমান।

পরে ভ্যানে থাকা আনিছকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, যার নাম্বার হলো বগুড়া-ড  ১১-২৪৫৭। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ঊষার আলো-এসএ