UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে, বইছে ঠান্ডা হাওয়া

ঊষার আলো
জানুয়ারি ৫, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর কনকনে শীতে জবুথবু দিনাজপুরের মানুষ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। এখানে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ।বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি জানান, আজ (বৃহস্পতিবার) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯৩ শতাংশ।তিনি আরও জানান, গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ।

ঊষার আলো-এসএ