UsharAlo logo
শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্দান্ত সেঞ্চুরি লিটনের, ২শ রান পেরিয়ে বাংলাদেশ

usharalodesk
জুলাই ১৬, ২০২১ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২য় সেঞ্চুরি করে ফেললেন লিটন দাস। ২০২০ সালের ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত ওয়ানডেতে লিটন দাস করেছিলেন ১৭৬ রান। সেই ম্যাচের পর আজ (শুক্রবার) টানা ২য় সেঞ্চুরি করলেন লিটন। ক্যারিয়ারর ৪র্থ সেঞ্চুরি তুলে নিতে তিনি সময় নিয়েছেন ১১০ বল। হাঁকিয়েছেন আটটি বাউন্ডারি। সবচেয়ে বড় কথা হলো, প্রচণ্ড চাপের মাঝে লিটন এই ইনিংস উপহার দিয়েছেন। শুক্রবার(১৬জুলাই) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন তামিম ইকবাল। অপর ওপেনার লিটন দাস একপ্রান্ত আগলে রাখার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু জুটি হিসেবে কাউকে পাননি। অল-রাউন্ডার সাকিব আল হাসান ২৫ বলে ১৯ রান করে আউট হন। বিতর্ক উস্কে একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুনও ১৯ রান করে আউট হন। ৭৪ রানে পতন হয় ৪ উইকেটের। এরপর লিটন দাসের সঙ্গী হয় মাহমুদউল্লাহ। তারা দুইজনে মিলে এগিয়ে নিতে থাকেন দলের স্কোর।

(ঊষার আলো-আরএম)