UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কটূক্তি করায় জনপ্রিয় তুর্কি গায়িকা আটক

pial
আগস্ট ২৮, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কটূক্তির অভিযোগে গুলসেন নামের প্রখ্যাত এক তুর্কি গায়িকাকে গ্রেফতার করা হয়েছে। ‘তুর্কির ম্যডোনা’-খ্যাত এ তারকার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানর বিষয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনার পর দ্রুতই এ পদক্ষেপ নেয় তুর্কি সরকার। যদিও গ্রেফতারের আগে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান গুলসেন। সিএনএন ও বিবিসির।

জানা যায়, গায়িকার পুরো নাম গুলসেন বায়রাক্তার কোলাকোগলু, তার বয়স ৪৬ বছর। তিনি সমকামিতাকে সমর্থন করেন এছাড়া খোলামেলা পোশাক পরার কারণে এর আগেও তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন। সবশেষ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কটূক্তির দায়ে গুলসেনকে তার ইস্তাম্বুলের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এপ্রিল মাসে ইমাম হাতিপ সম্পর্কে একটি কনসার্টে গুলসেন যে কটূ মন্তব্য করেছিলেন তার তদন্তের জন্য বিচারক তাকে কারাদণ্ড দিয়ে রিমান্ডে পাঠান। গুলসেনের এক আইনজীবী আপিল করার ও তার অবিলম্বে মুক্তি চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি গায়িকা গুলসেনের কটূক্তির একটি ভিডিও ভাইরাল হয়ে। এবং পরে এ সপ্তাহে তা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন একে পার্টির শীর্ষ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

(ঊষার আলো-এফএসপি)