UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রেমে মজেছে সাইফকন্যা সারা!

ঊষার আলো
জুলাই ১, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খানের মেয়ে বলিউড অভিনেত্রী সারা আলী খান। সিনেমায় নাম লেখানোর আগে থেকেই ব্যক্তিগত নানা কারণে আলোচনায় রয়েছে সারা। ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর থেকে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা যায়। সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও শোনা গেছে। সারার নতুন প্রেম নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। ৩০ জুন বুধবার ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জেহান হন্ডার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এমনকি জেহানও একই ছবি পোস্ট করেছে। ছবিতে তাদের পোশাকেরও মিল রয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। অনেকের ধারণা প্রেম করছেন তারা।
জেহান হন্ডা সারার প্রথম সিনেমা ‘কেদারনাথ’-এর সহপরিচালক ছিল। সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে তার। প্রায়ই মুম্বাইয়ে বিভিন্ন স্থানের এই দু’জনকে একসঙ্গে দেখা যাচ্ছে তাদের।
বর্তমানে সারার ঝুলিতে একাধিক সিনেমাও রয়েছে। ‘আতরাঙ্গি রে’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে তাকে।

(ঊষার আলো- এম.এইচ)