UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

না ফেরার দেশে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

pial
সেপ্টেম্বর ২১, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আর নেই, তার বয়স হয়েছিল ৫৮।

গত ১০ অগস্ট জিমে শরীরচর্চা করার সময় তার হার্ট অ্যাটাক হয়। এরপর থেকেই হাসপাতালে ছিলেন তিনি। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

ভারতের মধ্য প্রদেশের একটি মধ্যবিত্ত পরিবারে রাজু শ্রীবাস্তবের জন্ম হয়। তার বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন কবি, ছোটবেলা থেকেই মিমিক্রি করতেন রাজু। পরে টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে কেরিয়ার শুরু করেছিলেন। নিজস্ব ভঙ্গিমায় কৌতুক পরিবেশন করে সকলের প্রিয় হয়েছিলেন সে।

পরবর্তী সময়ে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বম্বে টু গোয়া’ (রিমেক), ‘আমদানি আঠানি খারচা রুপাইয়া’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া ছোটপর্দার অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর তৃতীয় সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। এছাড়া ভারতের উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন রাজু শ্রীবাস্তব।

(ঊষার আলো-এফএসপি)