UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাট্য অভিনেতা বাদল আর নেই

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : বাংলাদেশ গ্রাম থিয়েটারের সংগঠন নবাবগঞ্জ থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য, মঞ্চ ও টেলিভিশনের বিশিষ্ট অভিনেতা সালাউদ্দিন বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বড় বলমন্তচর গ্রামে তার নিজ গৃহে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬০) বছর। তিনি এক ছেলে স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমা নামাজের পর বড়বলমন্তচর মাঠে জানাজা শেষে বড়বলমন্তচর সামাজিক কবরস্থানে মরদেহের দাফন করা হয়।
শৈশবকাল থেকে থিয়েটার ও মঞ্চ নাটকের প্রতি বাদলের প্রচন্ড রকমের দূর্বলতা ছিলো। মঞ্চে তিনি অসাধারণ অভিনয় করতেন। ইদানিংকালে টেলিভিশনেও বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা গেছে বাদলকে। সালাউদ্দিন বাদল বাহ্রা ইউনিয়নের ১,২ ও ৩ নংওয়ার্ডের মেম্বার পদে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করে ছিলেন তিনি। মানুষের প্রতি তার আস্থা ও ভালোবাসা ছিলো অবিচল।
তার মৃত্যুতে নবাবগঞ্জ থিয়েটারসহ কলাকোপা থিয়েটার, বাগমারা নবজাগরণ থিয়েটার ও নবাবগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সংগঠনগুলো গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)