ঊষার আলো ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ এখন অভিনয়ে তেমন নিয়মিত নন। রাজধানীর বনানীতে তিনি একটি সৌন্দর্যচর্চা বিষয়ক প্রতিষ্ঠান চালু করেছেন। এখন এটির কার্যক্রম পরিচালনা নিয়েই সময় কাটে তার। কাজেই অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়েছেন। তবে সেই ব্যস্ততার মধ্যেই গত বছরের শেষ দিকে সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। সম্প্রতি কালে ছবিটির শুটিং শেষ হয়েছে ও এখন কারিগরি অংশের কাজ চলছে।
আগামী জুনে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়। এই সিনেমার গল্পের অন্যতম একটি চরিত্রের নাম লুৎফা।
নিপুণকে সেই লুৎফা চরিত্রেই দেখা যাবে। এই প্রসঙ্গে নিপুণ বলেন,‘ এতে আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, অভিনয় করে প্রশান্তি পেয়েছি। এমন ধরনের চরিত্র পেলে অভিনয়ে আপত্তি নেই আমার। আশা করছি যে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’
২০১৮ সালে উত্তম আকাশের পরিচালনায় নিপুণ সর্বশেষ ‘ধূসর কুয়াশা’ নামে এক সিনেমায় অভিনয় করেছিলেন। ২০০৮ সালে ‘সাজঘর’ ও ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন নিপুণ।
(ঊষার আলো-এফএসপি)