UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নীরবে আলো ছড়াচ্ছে জিমি কার্টারের নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান

usharalodesk
মার্চ ২৫, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নীরবে গড়ে উঠেছে ভালো কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে খুব একটা প্রচার হয় না। কিন্তু গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের সন্তানরা এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে দেশে ও বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করছে। এ ধরনের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে চাঁদপুর জেলার উত্তর মতলব থানার ইসলামাবাদ গ্রামে। প্রত্যন্ত গ্রামের মাঝে বিলের তীরে গড়ে উঠা এই স্কুলের নাম দ্য কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ।

এই স্কুল অ্যান্ড কলেজটি গ্রামের মাঝে গড়ে উঠলেও অন্যান্য গতানুগতিক স্কুল বা কলেজের মতো নয়। জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী এই স্কুলের পড়ালেখা হয় ইংরেজি মাধ্যমে। শিক্ষাথীদের প্রায় সবাই আবাসিক। অর্থাৎ যারা এই স্কুলে ভর্তি হয় তারা স্কুলের ডরমিটরিতে থাকে।

ঊষার আলো-এসএ