UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীতে পড়ে নিখোঁজ চীনা প্রকৌশলী

usharalodesk
জুন ২৩, ২০২১ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে পদ্মা সেতু প্রকল্পে কর্মরত ঝাও (২৫) নামে ১ চীনা প্রকৌশলী। ২২ জুন মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছে। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ তথ্য নিশ্চিত করেছে।
সিরাজুল কবীর জানান, ‘পদ্মা সেতু প্রকল্পের অন্তর্গত একটি কাজ এই সেতুর পাশ দিয়ে বিদ্যুতের টাওয়ার নির্মাণ। সেখানে ওই প্রকৌশলী কাজ করছিলেন বলে তার সহকর্মীরা আমাদের জানিয়েছে। সাড়ে ৮টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছে। নৌপুলিশ রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তাকে খুঁজেছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।’
ঝাও নামের ওই চীনা নাগরিক পদ্মা নদীতে নির্মাণাধীন জাতীয় গ্রীডের ১৩ নং টাওয়ারের ১ জন কর্মী।

(ঊষার আলো- এম.এইচ)