UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনি-রাজকে জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে

ঊষার আলো
আগস্ট ৫, ২০২১ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি এবং তার গডফাদার প্রযোজক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে আজ থেকে আবার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

বৃহস্পতিবার(৫ আগস্ট) সকাল থেকে র‍্যাব সদর দপ্তরে কর্মকর্তারা তাদের ২ জনকে জিজ্ঞাসাবাদ করছেন। এদের নামে একাধিক মামলা করা হবে বলে জানান র‍্যাব।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ বলেন, পরীমনি এবং নজরুল রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে। নথিপত্র যাচাই–বাছাই করা হচ্ছে। এমনকি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হতে পারে।

বুধবার রাতে পরীমনিকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে, প্রযোজক নজরুল ইসলাম রাজকে তার কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, নায়িকা পরীমনির বিরুদ্ধে বাসায় মাদক থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  এই অভিযান চালানো হয়। রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদকের আসর বসিয়ে সেখানে আসা বিত্তবান ব্যবসায়ী এবং উচ্চবিত্তের সন্তানদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেলিং করে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

(ঊষার আলো-আরএম)