UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনির জামিন আবেদন, শুনানী ১৩ সেপ্টেম্বর

ঊষার আলো
আগস্ট ২২, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী।

আজ (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান এ জামিন আবেদন করলে আগামী ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেছেন।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান জানান, ‘সিএমএম আদালতে জামিন আবেদন করেছিলাম। কিন্তু সেখান থেকে জামিন পায়নি। এবার, মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছি। আগামী ১৩ সেপ্টেম্বর জামিন শুনানি হবে।’

তিনি আরও জানান, ‘অনেক ধরে পরীমনি কারাগারে আছেন। শারীরিকভাবে তিনি বেশ অসুস্থ । তার পেশাগত কাজ আটকে আছে ও শুটিং বন্ধ রয়েছে। সবকিছু বিবেচনায় রেখে আদালত তার জামিন মঞ্জুর করবেন বলে আশা করছি।

(ঊষার আলো-আরএম)