UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে: ডিবি

ঊষার আলো
জুন ১৭, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে কর্মীদের সাথে অসদাচরণ এবং ক্লাবে ভাঙচুরের অভিযোগ তুলেছে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ।  রাতে ক্লাবে গিয়ে মদ চেয়ে পরীমনির ভাঙচুরের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এমনটি জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, গুলশানের অল-কমিউনিটি ক্লাবের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে ঢাকা মহানগর ডিবি পুলিশ তদন্ত করবে।  এখনো পর্যন্ত ক্লাবটির পক্ষ থেকে থানায় জিডি কিংবা লিখিত অভিযোগ করা হয়নি। শুনেছি ঘটনা।  সেদিন কি ঘটেছিল বা কেউ অভিযোগ করেছে কিনা তা এখনও নিশ্চিত নয়।  যদি পরীমনি এমন ঘটনা ঘটান তাহলে সংশ্লিষ্টদের অবশ্যই অভিযোগ করতে হবে। তিনি আরও বলেন, চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলায় রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন তারা।  এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।  রিমান্ডে অমিও এবং নাসির সেদিনের ঘটনার বিস্তারিত বলেছেন। পাশাপাশি আমরা ক্লাবের সিসি ফুটেজও সংগ্রহ করেছি। সেখানে কি ঘটেছিল সেটি আমরা বের করার চেষ্টা করছি। ইতোমধ্যে ভুক্তভোগী ওই নায়িকার সাথে আমরা কথাও বলেছি। পারিপার্শ্বিক সব বিষয় নিয়েই তদন্ত চলছে।  আশা করি, এ ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়া সম্ভব হবে।

 (ঊষার আলো-আরএম)