পাইকগাছায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দলিত সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
দলিত শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। দলিত এর স্পন্সরশিপ অফিসার বিপ্লব মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিসাব রক্ষক বিশ্বজিৎ দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাশ, স্পন্সরশিপ অফিসার অঞ্জনা দাশ, শিক্ষক মনারানী দাস, অঞ্জনা রায়, সাধনা দাস, বৃন্দা দাস ও রবিউল ইসলাম।