পাইকগাছার নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী রোববার (৩০ জুলাই) সকালে গণভবন থেকে সারাদেশে নির্মিত ৫৬৪টি মসজিদের মধ্যে ৫ম পর্যায়ের ৫০টি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
স্থানীয়ভাবে আয়োজিত প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, গণপূর্ত বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার বিল্লাল হুসাইন।
উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আজহার আলী, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল হাসান, আব্দুল হাকিম, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপা এন্টারপ্রাইজের মোঃ ইবাদত, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের শেখ শওকত হোসেন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও মাজহারুল ইসলাম মিথুন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলক উন্মোচন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু সহ অতিথিবৃন্দ। উল্লেখ্য, উপজেলা পরিষদ অভ্যন্তরে আদালতের পাশেই ১৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৩ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। সার্বিক বাস্তবায়নে রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন, নির্মাণ কাজ করছে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপা এন্টারপ্রাইজ।