UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

pial
নভেম্বর ৯, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মালম্বীদের রাস পূণ্যস্নান উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার লতা ইউনিয়নে গুণখালী নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাঠামারী রাস মিলন মেলা উদযাপন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। নদীর দু-ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে। সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু নিজেই নৌকা নিয়ে নদীতে নেমে স্লোগান দিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় কপোতাক্ষ তুফান দল বিজয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। কুমারেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, আনন্দ মোহন বিশ্বাস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, নির্মল মন্ডল, এমএম আজিজুল হাকিম, ইউপি সদস্য শওকত হাওলাদার, মৃগাঙ্গ বিশ্বাস, জুলি শেখ, নাজমা কামাল, সাব্বির হোসেন ও রায়হান পারভেজ রনি।

(ঊষার আলো-এফএসপি)