UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় করোনাকালে বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি; কঠোর অবস্থানে প্রশাসন

usharalodesk
জুন ১, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় করোনা কালে বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বাল্যবিবাহ রুখতে প্রশাসন কঠোর অবস্থান নিলেও কোন ভাবেই যেন থামাতে পারছেন না বাল্যবিবাহ। ইতোমধ্যে কয়েকটি বাল্যবিবাহ বন্ধ করা সহ অভিভাবকদের অর্থদন্ড করেছে প্রশাসন। এরপরও প্রশাসনকে উপেক্ষা করে বাল্যবিবাহ অব্যাহত রয়েছে।
সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আয়ুব আলী গোলদার তার ১৩ বছরের কিশোরী কন্যার বিবাহের আনুষ্ঠানিকতার আয়োজন করে। এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান বিবাহোত্তর ওই অনুষ্ঠানে যান। ওখানে যাওয়ারপর জানতে পারেন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেছে। এ সময় কনের অভিভাবক আয়ুব আলীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক। এ সময় পেশকার প্রতুল জোয়াদ্দার উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)