UsharAlo logo
রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় পল্লীসমাজের মিলন মেলা অনুষ্ঠিত

pial
নভেম্বর ২৯, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বাল্য বিবাহ রোধে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় এবং পল্লীসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লীসমাজের নারী পুরুষ এবং কিশোর কিশোরদের খেলাধূলা উপভোগ করেন ও বাল্য বিবাহ প্রতিরোধ, আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় তিনি বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরী, অভিভাবক ও প্রশাসনের ভুমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা ও অন্যন্য খেলাধুলার পুরস্কার বিতরণ এবং বাল্য বিবাহ রোধে উপস্থিত সকলকে নিয়ে লাল কার্ড প্রদর্শন করেন।

পল্লীসমাজের সভাপ্রধান সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রশান্ত সানা, ব্র্যাক সেলপ এর এ্যাসোসিয়েট অফিসার আছাদুল ইসলাম, পল্লীসমাজের সদস্যবৃন্দ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ব্র্যাকের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান।

(ঊষার আলো-এফএসপি)