UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানি শিল্পীর সঙ্গে ছবি দিয়ে বিতর্কে কারিনা

বিনোদন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। নানা ধরণের পদক্ষেপও নিচ্ছে দেশটি। এরমাঝেই পাকিস্তানের এক পোশাকশিল্পীর সঙ্গে দেখা গেছে কারিনা কাপুরকে। তারপর থেকেই কটাক্ষের শিকার হচ্ছেন কারিনা।

বিখ্যাত পতৌদি পরিবারের বউকে ‘গাদ্দার, নির্লজ্জ’ বলতেও ছাড়েনি নেটিজেনরা। রবিবার মুম্বাই থেকে দুবাই যান করিনা। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন। সেইসূত্রেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। তবে ভারতজুড়ে চলা শোকের আবহে পাকিস্তানের পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় তার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা।

দুবাইতে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে দেখা কারিনার। ফারাজ ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড নায়িকার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন—‘উইদ দ্য ওজি।’ সেই ছবি ভাইরাল হতেই কারিনার উপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ।

কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল কারিনা। কতটা নির্লজ্জ!’ আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনা জওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলিব্রেটিদের কোনও দায়িত্ব নেই ‘ কেউ বা আবার ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেছেন কারিনাকে।

ঊষার আলো-এসএ