UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ ভ্যান থেকে আসামি পলাতক; ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছার পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া আসামিকে ৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮) কে আটক করে থানা পুলিশ। পরে পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ ভ্যান যোগে থানায় নিয়ে আসছিল। পথিমধ্যে পৌর সদরের পোস্ট অফিস মোড় পৌঁছালে আসামি মনিরুল হ্যান্ডকাফ সহ পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পালিয়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর রাত ১০ টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা রোড থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, আসামি একটি ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে মনিরুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশ ভ্যান যোগে থানায় আনা হচ্ছিল। থানার কাছা কাছি পৌঁছানোর পর হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামি মনিরুল পোস্ট অফিস মোড় থেকে পুলিশ ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ৪ ঘণ্টা পর বাতিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সরকারি হেফাজত থেকে পলায়ন করার অপরাধে আসামি মনিরুলের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। থানার এএসআই নাসির উদ্দীন বাদী হয়ে মামলাটি করেছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।