UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের উদ্দেশে যে বার্তা দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক
মার্চ ৩০, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

সিনেমার ব্যস্ত সময় পার করছেন সুপারস্টার নায়ক শাকিব খান। বলা যায় প্রায় প্রতি ঈদের মুক্তি পায় এই তারকার সিনেমা। ঈদের উৎসবের মাঝেই এই নায়ক প্রবাসীদের নিয়ে বার্তা দিলেন।

রোববার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে প্রবাসীদের প্রসঙ্গে কথা বলেছেন এই নায়ক।

ঈদের উৎসবের আবহে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত নগরজীবন ছেড়ে নাড়ির টানে গ্রামের পথে ছুটে যান অনেকেই। তবে যারা দেশের বাইরে কর্মরত, তারা এই আনন্দে সরাসরি পরিবারকে সঙ্গ দিতে পারেন না। এমন প্রেক্ষাপটে, দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছে মেগাস্টার শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই বার্তায় প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

পোস্টটিতে শাকিব খান বলেন, দেশের উন্নয়নে অবিচলভাবে কাজ করে যাওয়া সব প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব আপনাদের জীবনকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তুলুক—এমনটাই কামনা করি। ঈদ মোবারক।

শুভেচ্ছা বার্তাটি পোস্ট করার পরপরই এতে প্রচুর সাড়া মিলেছে। অনেক প্রবাসী এবং দেশি নাগরিক কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন। আবু জাফর মজুমদার নামে এক ব্যক্তি লিখেছেন, সকল প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আরেকজন লিখেছেন, তাকাবালাল্লাহু মিন্না ওয়ামিনকুম। দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

ঊষার আলো-এসএ