UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়াঙ্কার প্রতিটি পোস্টে আয় ৩ কোটি রুপি

ঊষার আলো
জুলাই ৩, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের পর এখন হলিউডেও জনপ্রিয়। সিনেমার পাশাপাশি টিভি শো ও স্বনামধন্য বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত হাজির হচ্ছে এই অভিনেত্রী।
এদিকে জনপ্রিয়তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দিন দিন প্রিয়াঙ্কার অনুসারী বাড়ছে অনেক। ফলে আয়ও বাড়ছে তার। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টগ্রামে এখন প্রতিটি স্পন্সরড পোস্টের জন্য ৩ কোটি রুপি পান তিনি।
ইনস্টাগ্রামে বর্তমানে প্রিয়াঙ্কার অনুসারীর সংখ্যা ৬.৫ কোটি। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হোপার এইচকিউ-এর জরিপ মতে, ইনস্টাগ্রামে স্পন্সরড পোস্ট প্রতি সর্বোচ্চ আয়কারী তারকাদের তালিকায় প্রিয়াঙ্কার অবস্থান ২৭। যদিও গত বছর এই অভিনেত্রীর অবস্থান ছিল ১৯। তবে প্রতি পোস্টের জন্য ২ কোটি রুপি নেন তিনি।
হোপার এইচকিউ-এর জরিপের এই তালিকায় শীর্ষে আছে জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অনুসারীর সংখ্যা ২৯.৫ কোটি। প্রতিটি স্পন্সরড পোস্টের জন্য তিনি পান ১১ কোটি রুপি।
বর্তমানে প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে একাধিক হলিউড সিনেমা। তার পরবর্তী সিনেমা স্পাই-থ্রিলার ‘সিটাডেল’। এছাড়া রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে।

(ঊষার আলো- এম.এইচ)