UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলার এক ভিন্ন রূপ

usharalodesk
এপ্রিল ৫, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে চলায় আজ রবিবার (৫ এপ্রিল) হতে এক সপ্তাহের বিধিনিষেধ (লকডাউন) শুরু হয়েছে। গণপরিবহন রয়েছে বন্ধ। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত অফিস-আদালত এবং বেসরকারি অফিসের জরুরি প্রয়োজনে নিজস্ব পরিবহন সীমিত আকারে চলছে।

সরকার মোট ১১টি বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তুবেলা ১২টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আজ অমর একুশে বই মেলার ১৯তম দিন এবং লকডাউনের প্রথম দিন। আজকের দিনে মেলায় একেবারে পাঠক-দর্শনার্থী শূন্য। দেখা যায়, দুপুর ২টা পর্যন্ত মেলার বেশিরভাগ স্টলই বন্ধ ছিল। গত রাতে বৃষ্টিতে ভিজে গেছে অধিকাংশ বই। বৃষ্টির পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাভিলিয়নের মেঝে ও সেখানে থাকা বইগুলো।

অনেক প্রকাশনীর কর্মীকে দেখা যায়, ভেজা বইগুলো রোদে শুকাতে। এছাড়াও বেশ কয়েকজন প্রকাশক তাদের স্টল একেবারেই বন্ধ করে ফেলেছেন।

বইমেলার শিশু চত্বরের এক প্রকাশক বলেন, বাধ্য হয়েই স্টল বন্ধ করছি। লকডাউনের কারণে স্টলের কর্মীরা আসতে পারছেন না। তাছাড়া ঝড়-বৃষ্টিতেও অনেক ক্ষতি হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)