UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যায় ঘরহারা কোক স্টুডিও খ্যাত গায়ক

koushikkln
আগস্ট ২৫, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কোক স্টুডিও খ্যাত পাকিস্তানি গায়ক ওয়াহাব আলী বাগতি। ভয়াবহ বন্যার ফলে বাড়ি ভেঙে যাওয়ায় পরিবার নিয়ে পথে দাঁড়াতে হয়েছে তাকে।

‘কানা ইয়ারি’ গানটি গেয়ে জনপ্রিয়তা পান ওয়াহাব আলী। শ্রোতাপ্রিয় এ গান ‘কোক স্টুডিও’-তে এক নম্বরে ছিল। বালুচিস্তানের বন্যার ফলে এ গায়কের মাটির বাড়ি ভেঙে গেছে। পরিবার নিয়ে এক দুর্বিষহ জীবন পার করছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ গায়কের অসহায় অবস্থার ছবি ভাইরাল হয়েছে। এরপর অনেকেই তাকে সাহায্যের হাত বাড়ান। বালুচিস্তানের বন্যা তহবিলের পক্ষ থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে।

পাকিস্তানি মিডিয়া সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াহাব আলী বাগতির খবরটি ভাইরাল হওয়ার পর তার পরিবারকে সাহায্য করেছে সেনাবাহিনী। এছাড়া বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্টদের এ শিল্পীকে সাহায্য করার নির্দেশ দেন। বর্তমানে এ শিল্পীর পরিবারকে ডেরা মুরাদ জামালিতে স্থানান্তর করা হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বন্যায় শত শত মানুষ তার প্রাণ হারিয়েছেন। ঘরহারা হয়েছেন হাজারো মানুষ।

(ঊষার আলো-এফএসপি)