UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১তম বর্ষপূর্তি পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১১তম বর্ষপূর্তি ও যুগে পদার্পণ উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই)  সকালে সংগঠনের পাইকগাছা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে ফোরামের উপজেলা সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, এ্যাড : শফিকুল ইসলাম কচি। বক্তব্য রাখেন, ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, আলাউদ্দীন রাজা, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, কোশাধ্যক্ষ ইমদাদুল হক, সাংবাদিক এমআর মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, প্রমথ রঞ্জন সানা, রবিউল ইসলাম, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, জহুরুল হক, মাজহারুল ইসলাম মিথুন, খোরশেদ আলম, শাহরিয়ার কবির ও শাহজামান বাদশা। অনুষ্ঠানে বক্তারা সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবির দ্রুত বাস্তবায়ন চান।