UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে করোনায় আক্রান্ত আরও ৮৯, শনাক্তের হার ৪৯%

usharalodesk
জুন ১৮, ২০২১ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় নতুন করে আরও ৮৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুন) একদিনে ১৭৯ জনের নমুনা পরিক্ষার রিপোর্টে ৮৯ জন করোনা পজেটিভ হয়েছেন। একদিনের ব্যবধানে সনাক্তের হার ১% বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে জেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ৩৮৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর দ্বিতীয় ঢেউয়ে মোট মারা গেছেন ৩৯ জন।
বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির শুক্রবার (১৮ জুন) সকালে জানান, বৃহস্পতিবার একদিনে ১৭৯ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৯ জন করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৯% হয়েছে। আগেরদিন ছিল ৪৮%। সব মিলিয়ে মোংলা বন্দর ও ফকিরহাট উপজেলাসহ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। তাই বিনা প্রয়োজনে ঘরের বাইরে না আসা ভাল। একান্ত আসতে হলে সকলের মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি মেনে বের হতে হবে। অন্যথায় করোনা সংক্রমনের ঝুঁকি থেকেই যাবে বলে জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা ।
(ঊষার আলো-এমএনএস)