UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে করোনায় আরও আক্রান্ত ১৫৩, মৃত্যু ২

usharalodesk
আগস্ট ৯, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টার পরিক্ষায় আরো ১৫৩ জন মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরো ২ জন।

সোমবার (৯ আগস্ট) সকাল পর্যন্ত জেলা সদর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্ত্তি রয়েছেন ২৩ জন করোনা রোগি। এদিন সনাক্তের হার ১২.৮৩ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় সোমবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হলেন ৬ হাজার ৪৬৯ জন। জেলায় মোট মারা গেলেন ১৩২ জন।

বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির সোমবার সকালে এ প্রতিবেদক কে বলেন, রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত ১ হাজার ১৯২ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫৩ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ জন। খুলনার ল্যাব সমস্যা থাকায় কিছুদিনের পেয়িন্ডিং নমুনার রিপোর্ট ঢাকা থেকে পরিক্ষা করানো হয়। যা সোমবার সকালে বাগেরহাটে আসায় নমুনা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ২৩ জন করোনা সংক্রমিত রোগি চিকিৎসাধিন রয়েছেন।

(ঊষার আলো-আরএম)