UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোড়েলগঞ্জ দেড় কেজি গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার

pial
জুলাই ২৩, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা পুলিশ শক্রবার (২২ জুলাই) রাতে অভিযান চালিয়ে দেড় কেজি গাজাসহ চিহ্নিত মাদক বিক্রেতা পিতা-পুত্রকে গ্রেফতার করেছে।

এরা হলো মোড়েলগঞ্জ উপজেলার পায়লাতলা গ্রামের মৃতঃ আশ^াব আলী হাওলাদারের ছেলে অলিউর রহমান (৫৮) ও তার ছেলে মিঠু হাওলাদার (২৬)। শনিবার (২৩ জুলাই) সকালে পিতা-পুত্রকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১ টার দিকে পায়লাতলা এলাকার অলিউর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে ও তার ছেলে মিঠুকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের নিকট থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)