UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত

pial
জুন ১১, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৮ম শ্রেণিতে পড়া একজন স্কুল ছাত্র নিহত ও সাথে থাকা অপর দুজন আহত হয়েছেন। স্কুল ছাত্র ইয়াসিন সাজ্জাল(১৪) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুক্রবার (১০ জুন) বিকেলে মারা যায়।

আর ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের দিকে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারের কাছে। নিহত ইয়াসিন সাজ্জাল গুলিশাখালী গ্রামের খলিল সাজ্জালের ছেলে।
সে স্থানীয় আর.এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। অপর আহত মোটরসাইকেল চালক রিয়াদুল চাপরাশি (২৫) ও তার ভাই সিরাজুল চাপরাশিকে (২৭) মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ঘটনার সময় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ বহনকারী ঢাকা মোট্রো-ম-১১-২৯৯২ নং পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলে থাকা ৩ জনই রাস্তার বাইরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে খুলনায় নেওয়ার পথে সে মারা যায়। মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

(ঊষার আলো-এফএসপি)