বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে মরিয়ম বেগম (৩০) নামের একজন গৃহবধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম ওই গ্রামের মাহামুদুর রহমানের স্ত্রী। তিনি ঢাকার একটি হাফিজি মাদরাসায় চাকুরি করেন। নিহতের চাচা সাইদুর রহমান জানান, সকালে মরিয়ম একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান চালাতে হোল্ডারের ভিতর টুপিন লাগাতে যায়। এ সময় টুপিনের সংযোগস্থলে তার লিক থাকায় সে বিদ্যুতায়িত হয়।
খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে মরিয়মকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(ঊষার আলো-এফএসপি)