UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে খুলনার গুরুত্বপূর্ণ সকল খাতই উপেক্ষিত

usharalodesk
জুন ৩, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রস্তাবিত জাতীয় বাজেটকে গরীব মারার বাজেট আখ্যায়িত করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেন, এ বাজেটে শ্রমিক ও শিল্পখাতের উন্নয়নে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই। করোনকালীন বিপুল অংশের বেকারদের কর্মসংস্থানের বিষয়টি উপেক্ষিত। স্বাস্থ্যখাতকে প্রাধান্য দেয়ার কথা বলা হলেও তা মারাত্মকভাবে উপেক্ষিত। খুলনার সুন্দরবন রক্ষা, উপকূলীয় বাঁধ নির্মাণ, লবণ পানি অপসারণ, বিশেষ করে বন্ধ পাটকলগুলো চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ বা নতুন কোনো শিল্প কারখানা তৈরির দিকনির্দেশনা নেই। একটি বড় সংখ্যার জিডিপি এবং বিশাল অংকের বাজেট দেখালেও ঘাটতির এ বাজেটে রয়েছে শুভঙ্করের ফাঁকি। করের যে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে তা একেবারেই অবাস্তব। সরকারের উচিৎ ছিল গত বাজেটের ঘাটতি এবং মূল্যস্ফিতি বিবেচনায় রেখে একটি বাস্তবসম্মত বাজেট উত্থাপন করা। একটি বড় অংকের এডিপি’র প্রস্তাবনা থাকলেও এ ব্যাপারে অতীত অভিজ্ঞতা খুবই তিক্ত। বড়লোকের পক্ষের গরীব মারার এ বাজেট প্রত্যাখ্যান করেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

(ঊষার আলো-এমএনএস)