UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিচ্ছেদ ঘোষণার পরদিনই কিরণকে নিয়ে ভক্তদের জন্য আমিরের ভিডিওবার্তা

ঊষার আলো
জুলাই ৪, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দীর্ঘ ১৫ বছরের এক দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। গতকাল শনিবার (৩ জুলাই) তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

এই তারকা দম্পতি যে এমন এক সিদ্ধান্ত নেবেন তা কল্পনায়ও ছিল না সিনেপ্রেমীদের। এতে কষ্ট পেয়েছেন আমির খানের ভক্ত ও অনুরাগীরা।

বিষয়টি বুঝতে পেরে ভক্তদের ভিডিও বার্তা দিয়েছেন আমির। এ সময় তার সাথে ছিলেন কিরণ রাও।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের নিশ্চয়ই দুঃখ হয়েছে এবং ভালোও লাগেনি। খবরটা জেনে হয়তো অনেকেই অবাক হয়েছেন। তবে আপনাদের জানাতে চাই যে, আলাদা হয়ে গেলেও আমরা খুশি ও এখনও একই পরিবারের অংশ।’

এরপরই পাশে চুপ করে বসে থাকা কিরণের হাতটি ধরেন আমির। তাদের আশ্বাস সম্পর্কে পরিবর্তন এলেও একে অপরের সাথেই আছেন তারা।

অনুরাগীদের কাছে মিস্টার পারফেকশনিস্টের অনুরোধ, ‘আপনারা আমাদেরকে নিয়ে চিন্তা করবেন না। আমরা যাতে করে খুশি থাকতে পারি সেই প্রার্থনা করুন।

তবে পুরো ভিডিয়োতে কিরণ একটি কথাও বলেননি। কিন্তু তার সম্মতি সূচক হাসি বুঝিয়ে দিয়েছে আমিরের কথার সাথে তিনি সহমত।

(ঊষার আলো-এফএসপি)