UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি গল্পে বিটিভির নাটক ‘বাঘবন্দি খেলা’

pial
মে ১২, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নোবেল বিজয়ী সাহিত্যিক ডোরিস লেসিং রচিত ‘প্লে উইথ আ টাইগার’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন বাংলা নাটক ‘বাঘবন্দি খেলা’। আর এটি প্রচার হতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

ঈমাম হোসাইনের প্রযোজনায় নাটকটির অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। এর বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রিয়াদ রায়হান, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা ও মরু ভাস্করসহ অনেকে।

প্রযোজক জানান, নাটকটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা হতাশাগ্রস্ত মধ্যবিত্ত সমাজের নারীদের প্রেম, বিচ্ছেদ, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, আশা ও নিরাশার চিত্র তুলে ধরা হয়েছে।

শুক্রবার (১৩ মে) রাত ৯টায় ‘বাঘবন্দি খেলা’ বিটিভিতে প্রচার হবে।

উল্লেখ্য, বিশ্বের নামকরা সকল সাহিত্যিকদের জনপ্রিয় গল্প-উপন্যাস থেকে বিটিভিতে নিয়মিত নির্মিত হচ্ছে ‘বিশ্বনাটক পর্ব’। প্রতি মাসেই একটি করে এসব নাটক প্রচারিত হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)