UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপাশাকে কটাক্ষে অপরাজিতা

বিনোদন ডেস্ক
মে ২৫, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে, তা দেখে আপাতদৃষ্টিতে আপনার মনে হতেই পারে তিনি জিম থেকে বের হচ্ছেন। মুখে বিরক্তির ছাপ অভিনেত্রীর। কিন্তু আপনি যদি বিপাশার এ ছবিগুলো ভালো করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়েছে, সেটি ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়। অন্যদিকে বিপাশার অ্যাকাউন্ট ভিজিট করলেই বুঝতে পারবেন তিনি কিছু দিন আগেই যে ছবি শেয়ার করেছিলেন, সেই ছবিগুলোর সঙ্গে এর কোনো বিন্দুমাত্র মিল নেই।

এ নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন বিপাশা বসু। তার কারণ হচ্ছে— ‘জিসম’ বা ‘রাজ’ ছবির তন্বী ও আবেদনময়ী অভিনেত্রীর শরীরে মেদ জমেছে। মা হওয়ার পর স্বাভাবিক নিয়মেই তার চেহারাতেও এসেছে বদল। দ্রুত ওজন কমিয়ে ফেলার জন্য কোনো পদক্ষেপ করেননি তিনি। বরং নিজের চেহারার গড়ন নিয়ে স্বচ্ছন্দ বিপাশা। কিন্তু রাস্তায় প্রসাধনহীন বেরিয়ে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়তেই নেটিজেনদের বাঁকা মন্তব্য ধেয়ে এসেছে তার দিকে।

একই ভাবে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটার পর ঐশ্বরিয়া রাই বচ্চনকেও চেহারার গড়ন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন টালিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সুস্থ থাকতে জুম্বার মতো শরীরচর্চাও করেন তিনি। জুম্বা পর্বের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে রাখেন অভিনেত্রী। কিন্তু বন্ধ রাখেন মন্তব্যের বিভাগ।

এ প্রসঙ্গে অপরাজিতা বলেন, যাদের কাজ নেই, তারাই এ কথাগুলো বলে। রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত খারাপ কথা বলতে এরা ছাড়ে না।

অভিনয়ের পাশাপাশি নাচও তার পেশা। ছাত্রছাত্রীদের নাচ শেখান। সুস্থ থাকতে ‘জুম্বা’র মতো শরীরচর্চাও করেন অপরাজিতা। অভিনেত্রী বলেন, কিছু মানুষ রয়েছে, যারা সামাজিক মাধ্যমে কুমন্তব্য করার জন্যই বসে থাকে। তাদের জন্য আমি কেন মন্তব্য বিভাগ খুলে রাখব? অসংখ্য অনুসরণকারী রয়েছে আমার ইনস্টাগ্রামে। কিন্তু তার মধ্যে হয়তো ৫-১০ জন বিকৃত মস্তিষ্কের। তাদের আমি কেন জায়গা দেব কথা বলার? আমাদের সমাজে এমনিতেই বিকৃত মস্তিষ্কের মানুষ ভরে গেছে।

ট্রলারদের কথা বলার সুযোগই দেওয়া উচিত নয় বলে মনে করেন অপরাজিতা। অভিনেত্রী বলেন, আমি ওদের কথা বলার জায়গা খুলে রাখছি মানে আমি ওদের অন্যায়কে আশকারা দিচ্ছি। তিনি বলেন, কেউ আমার চেহারা নিয়ে বাজে কথা বলবে, আর আমি তাদের জন্য মন্তব্য বিভাগ খুলে রাখব, তা হতে পারে না। ওদের নোংরামিকে গুরুত্ব দেওয়া আমার রুচি নয়। কেন বিকৃত মস্তিষ্কের মানুষদের গুরুত্ব দেব? তাই আমার সহকারী দলই মন্তব্য বিভাগ বন্ধ করে রেখেছে।

কোনো শিক্ষিত মানুষ সামাজিক মাধ্যমে অন্যদের ছবির তলায় বিকৃত মন্তব্য করেন না। বিপাশা কিংবা ঐশ্বরিয়া বা অন্য যে কোনো অভিনেত্রীকে কটাক্ষ করলেও তাদের কিছুই যায়-আসে না বলে মনে করেন অপরাজিতা আঢ্য। তিনি নিজেও এসব কটাক্ষকে পাত্তা দেন না। বরং নিজের কাজ, নাচ ও পরিবার নিয়েই সময় কাটে অভিনেত্রীর। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়ম করে জুম্বা করেন।

ঊষার আলো-এসএ