UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবির সাবেক সভাপতি মুজিবুর রহমানের মৃত্যু

usharalodesk
জুলাই ২৮, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আশির দশকের শুরুতে থাকা সভাপতি কমডোর মুজিবুর রহমান চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগার পর কানাডার টরেন্টোর ১টি হাসপাতালে বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

তিনি ১৯৮১-৮২ সালে মুজিবুর ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সফল সংগঠকের পাশাপাশি তিনি দক্ষ ক্রীড়াবিদও ছিলেন। তিনি ঢাকা লিগে ১৯৫১-৫২ মৌসুমে জিমখানার হয়ে শুরু করেছিলেন ক্রিকেট খেলা।

খেলা চালিয়ে গিয়েছিলেন ১৯৫৭ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগদানের আগ পর্যন্ত। এরপর স্বাধীনতা যুদ্ধের পর আবারও ক্রিকেটে ফেরেন তিনি। এরপর সংগঠক হয়ে ১৯৭৬-৭৭ বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কানাডা সফর করেন। তিনি ১৯৭৯ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন, এরপর দায়িত্ব নিয়ে ছিলেন সভাপতি হিসেবে।

(ঊষার আলো-আরএম)