UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল ভক্তদের সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেবেন মাহি

ঊষার আলো
জুলাই ৭, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনাল খেলা।
অন্য অন্য দেশেরমত বাংলাদেশেও রয়েছে মেসি ও নেইমারের অসংখ্য সমর্থক। এ তালিকায় আছে অনেক তারকাও। যাদের ১ জন মাহিয়া মাহি।
প্রিয় দলের শিরোপা লড়াইয়ের ম্যাচে ব্রাজিল ভক্তদের সঙ্গে বসে আর্জেন্টিনার জার্সি পরে মেসিদের সমর্থন দেবে বলে জানিয়েছেন মাহিয়া মাহি।
আর্জেন্টিনাভক্ত এই নায়িকা সেমিফাইনালে তার পছন্দের দল জেতার পরই এমনটা জানিয়েছেন।
নিজের ফেসবুকে মাহি লেখেছেন, ‘ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুক ভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।’

(ঊষার আলো- এম.এইচ)