UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাসেলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ‘রিকশা গার্ল’

pial
নভেম্বর ৭, ২০২২ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ব্রাসেলসে ১৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলেম’অন কিডস অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশি সিনেমা ‌‘রিকশা গার্ল’। আজ রোববার (৬ নভেম্বর) ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ছবিটিতে গ্রামীণ বাংলাদেশের একজন প্রতিভাবান মেয়ে নাঈমার গল্প উঠে আসে। যিনি আশা করেন যে, তার আলপনা আঁকা দিয়ে শহরকে সুন্দর করবেন। তবে যখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন নাঈমা পরিবারের উপার্জনকারীর ভূমিকা নিতে বাধ্য হন। ছবিটি রিকশা শিল্পের জগত অন্বেষণ করে।

চলচ্চিত্রটি সেই শক্তির গল্পও বলে যা একটি অল্পবয়সী, উচ্চাকাঙ্ক্ষী ও স্বাধীনচেতা কিশোরীর দৈনন্দিন সংগ্রামকে চিত্রিত করার পাশাপাশি বাংলাদেশে নারী মুক্তিকে চ্যালেঞ্জ করে।

পুরস্কার নেওয়ার সময় পরিচালক বলেন, তরুণ প্রজন্ম চলচ্চিত্রটি দ্বারা অনুপ্রাণিত হবে, যা হাল ছেড়ে না দেওয়ার দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা অনুসরণের বার্তা তুলে ধরে। তিনি বাংলাদেশি শিল্প এবং সংস্কৃতিকে সমর্থন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

চলচ্চিত্র উৎসবটি গত ২৬ অক্টোবর হতে ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। উৎসবে ইউরোপসহ নানা দেশের ১২০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস পরিচালক অমিতাভ রেজা চৌধুরীকে এ মহান অর্জনের জন্য অভিনন্দন জানান।

(ঊষার আলো-এফএসপি)