UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের হিমাচলে ১৭ পর্বতারোহী নিখোঁজ!

usharalodesk
অক্টোবর ২১, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের দুর্গম এলাকা কিন্নরে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৭ জন পর্বতারোহী। জানা যায়, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বন দপ্তর।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, কিন্নরের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে কিন্নরের উদ্দেশে রওনা দেয় পর্বতারোহীদের দলটি। তবে ১৭ থেকে ১৯ অক্টোবরের মধ্যে লামখাগা গিরিপথের কাছে নিখোঁজ হয়ে যান তারা।

কিন্তু তারা কোনে দেশের নাগরিক এটা নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজের ব্যাপারে খবর দেওয়া হয়েছে ভারত-তিব্বত সীমান্ত পুলিশকেও। তারাও তাদের তল্লাশি অভিযানে সাহায্য করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা যায়, এই গিরিপথের মাধ্যমে কিন্নর থেকে উত্তরাখণ্ডের হর্ষিল যাওয়া যায়। ভারতের কঠিন গিরিপথগুলোর মধ্যে এটি অন্যতম একটি।

কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক এ ব্যাপারে বলেছেন, ঘটনার খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে পুলিশ ও বন দপ্তর। দুর্গম এলাকায় তল্লাশির জন্য ভারত তিব্বত সীমান্ত পুলিশের কাছেও সাহায্য চেয়েছে প্রশাসন। আর তারাও তল্লাশি অভিযানে সাহায্য করছে বলে জানা গেছে।

(ঊষার আলো-এফএসপি)