ঊষার আলো রিপোর্ট : চলতি বছরের শুরু থেকে ধরা ছোঁয়ার বাইরে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও সাড়া মিলছে না তার। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠছে বিয়ে করেছেন পপি। কিন্তু এ গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি।
জানা যায়, তিনি তার বাবা-মায়ের সথেও থাকছেন না। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে কোথায় আছেন এ নায়িকা। এদিকে, সিনেমার শুটিং শেষ না করেই অন্তরালে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন সিনেমার পরিচালক। রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় অভিনয় করেছেন পপি। এ সিনেমাটির শুটিং প্রায় শেষ। কিন্তু এ নায়িকা অল্প কিছু কাজ বাকি রেখে নিরুদ্দেশ হয়েছেন।
(ঊষার আলো-আরএম)