UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মা হারালেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন। রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  অভিনেত্রীর টিম এ তথ্য জানিয়েছে।

গত মাসে কিম ফার্নান্দেজকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হঠাৎ করে স্ট্রোক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বেশ কিছু দিন আইসিইউতে ছিলেন।

প্রসঙ্গত, মা কিম ফার্নান্দেজ অসুস্থ থাকার কারণে গত মাসে জ্যাকুলিন গুয়াহাটিতে আইপিএল -এর অনুষ্ঠানে যোগ দেননি। তার ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিল, ‘জ্যাকুলিনের মা এখনও আইসিইউতে। তার চিকিৎসা চলছে। প্রতি মুহূর্তে জ্যাকুলিন ও তার পরিবার কিমের পাশে থাকছেন। ডাক্তারদের সঙ্গে তাদের সব সময় যোগাযোগ রাখতে হচ্ছে। এই পরিস্থিতিতে জ্যাকুলিন তার মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই দুর্ভাগ্যবশত আইপিএল-এর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না নায়িকা।’

একটি পুরানো সাক্ষাৎকারে, জ্যাকুলিন ইন্ডিয়া টিভিকে তার মায়ের সম্পর্কে বলেছিলেন।  তিনি বলেছিলেন, তার মা তার ‘অনুপ্রেরণা’।

তিনি বলেছিলেন, ‘আমার মা সব সময় আমার পাশে থেকেছেন। আমি মা-কে খুব মিস করি। আমার বাবা-মা ছেড়ে আমাকে এখানে একা থাকতে হয়। এই দু’জন মানুষ আমার শক্তির উৎস। ওরা আমার অনুপ্রেরণা। ওরাই আমাকে সর্বদা এগিয়ে যেতে সাহায্য করে। ‘

উল্লেখ্য, জ্যাকুলিন বাহরাইনের মানামায় জন্মগ্রহণ করেন। তার মা কিম ছিলেন মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশোদ্ভূত। অন্যদিকে, তার বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার বাসিন্দা।

ঊষার আলো-এসএ