UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাদকের পার্টি থেকে গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান

ঊষার আলো
অক্টোবর ৩, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউডের কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)।

শনিবার (২ অক্টোবর) মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেন এনসিবির কর্মকর্তারা। গ্রেফতার ১০ জনের মধ্যে শাহরুখপুত্র আরিয়ানও আছেন। আরিয়ানের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছে।

জানা গেছে, শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ক্রুজে যান এনসিবির গোয়েন্দারা। এসময় পার্টিতে নেশারত অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেফতারসহ কোকেন, হাশিস, এমডিএম-এর মতো অনেক টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়। ক্রুজটিতে রেভ পার্টি চলছিল যেখানে বলিউড ও ফ্যাশন জগতের অনেকে ছিলেন।

(ঊষার আলো-আরএম)