UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের পেট থেকে ১ কেজি স্ক্রু ও নখ বের করল চিকিৎসকরা

usharalodesk
অক্টোবর ৩, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লিথুনিয়ার এক ব্যক্তির পেট হতে ১ কেজি স্ক্রু ও নখ বের করার দাবি করেছে চিকিৎসকরা।

দেশটির চিকিৎকরা জানিয়েছেন, অ্যালকোহল ছাড়ার পর সেই ব্যক্তি ধাতব বস্তু খাওয়া শুরু করেন। পরে তার পেট হতে এসব বের করা হয়েছে।

গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মারাত্মক পেট ব্যাথার কারণে ওই ব্যক্তি বাল্টিক বন্দর নগরী ক্লাইপেদার হাসপাতালে ভর্তি হন। সেখানে এক্স-রে রিপোর্টে তার পেটে নানান ধাতব বস্তু দেখা যায়। বস্তুগুলো পরিমাপে প্রায় ১০ সেন্টিমিটার বা চার ইঞ্চি। কিন্তু রোগির নাম গোপন রাখার স্বার্থে চিকিৎসক ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।

জানা যায়, তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে রোগির পেট থেকে সকল ধাতব বস্তু এবং নখ বের করা হয়। এক্স-রে কন্ট্রোলের সাহায্যে এই অপারেশন করা হয়। ক্লাইপেদা হাসপাতালের প্রধান সার্জন আলগির্দাস স্লাপাভিসিয়াস স্থানীয় জানান, এর আগে ‘আমরা কখনো এমন কোনো কিছু দেখিনি।’

(ঊষার আলো-এফএসপি)