UsharAlo logo
রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাস না ঘুরতেই কে ড্রামার রেকর্ড গড়ল ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস’

বিনোদন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

আইইউ ও পার্ক বো গম অভিনীত নেটফ্লিক্সের কোরিয়ান ড্রামা ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস’ আইএমডিবিতে রেটিংয়ে সব কোরিয়ান সিরিজকে ছাড়িয়ে এখন এক নম্বরে। সিরিজটির রেটিং দাঁড়িয়েছে ৯ দশমিক ৩, যেখানে ফাইনাল পর্ব পেয়েছে ৯ দশমিক ৯ রেটিং।

দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া এই সিরিজ ইতোমধ্যেই ‘স্কুইড গেম’, ‘দ্য গ্লোরি’, ‘কিংডম’ ও ‘মুভ টু হেভেন’-এর মতো জনপ্রিয় নাটককে পেছনে ফেলেছে। মার্চ মাসের শেষদিকে প্রচার শেষ হওয়া এই ১৬ পর্বের নাটক এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নেটফ্লিক্সের আন্তর্জাতিক নন-ইংলিশ চার্টে এটি এক নম্বর অবস্থান দখল করে আছে।

ড্রামার শেষ পর্বে ও অ্যা সানের মেয়ে গিউম মিয়ংয়ের বিয়ে হয় কিম সন হোর চরিত্রের সঙ্গে। অন্যদিকে পার্ক বো গমের চরিত্র গওয়ান শিক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ট্র্যাজিকভাবে মারা যায়। তবে নাটকটি শেষ হয় এক আশাবাদী সুর দিয়ে।

আইইউ ও পুরো কাস্টের নিখুঁত অভিনয়, বাস্তবমুখী গল্প আর আবেগঘন পরিবেশনা দর্শকদের হৃদয় জয় করেছে। বিশেষ করে জেজু দ্বীপের পটভূমিতে নির্মিত এই গল্পে ধনীর দাপট কিংবা অতি রোমান্সের ক্লিশে না থাকায় নাটকটি আলাদা আবেদন তৈরি করেছে।

সিরিজ প্রচারিত হয় গত ৭ মার্চ। এর পরদিনই কোরিয়ায় নেটফ্লিক্সে রেকর্ডসংখ্যক ৪ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী লগ ইন করেন, যা ‘স্কুইড গেম সিজন ২’-এর পর সর্বোচ্চ।
ঊষার আলো-এসএ