UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে মস্তাননগর রেলস্টেশনের মামা ফকির আস্তানা এলাকায় ঢাকামুখী আপ লাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

চিনকি আস্তানা রেল স্টেশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, শনিবার সকালে মস্তাননগর রেলস্টেশনের মামা ফকির আস্তানা এলাকায় আপ লাইনে (ঢাকামুখী) রেলওয়ের নিরাপত্তাকর্মীরা অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে আমাকে জানায়। আমি বিষয়টি রেলওয়ে পুলিশ অবহিত করেছি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেসের কাটা পড়ে ওই যুবক নিহত হতে পারে। এই সময় সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার কথা ছিল।

রেলওয়ে পুলিশ সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহতের খবর শুনে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হবে।